জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আলিম পরীক্ষায় নকল করার দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর দেওয়ানগঞ্জ কামিল মাদরাসা কেন্দ্র থেকে অসদুপায় অবলম্বনের দায়ে তাদের বহিষ্কার করা হয়।
পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত ট্যাগ অফিসার মো. মোখলেসুর রহমান জানান, আজ আল কোরআন (২০১) পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা অতিবাহিত হওয়ার পরই পাঁচ পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়।
তাদের প্রত্যেকের হাতে নকলের কপি পাওয়া যাওয়ায় বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুন্নাহার শেফা বলেন, ‘সুষ্ঠু সুন্দর নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে―এটাই আমাদের প্রত্যাশা। আগামী প্রজন্ম নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিয়ে দেশ ও জাতিকে ভালো কিছু উপহার দেবে―আমরা এটাই চাই। সে জন্য নকলমুক্ত পরীক্ষা কেন্দ্র আমাদের প্রত্যাশা।