পশ্চিমবঙ্গে আরো দুইটি মেডিক্যাল কলেজ চালু হচ্ছে। ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রক থেকে এ বিষয়ে অনুমতি দেয়া হয়েছে। নতুন দুটি মেডিক্যাল কলেজের একটি হচ্ছে উত্তর ২৪ পরগণার চাকদহে, অন্যটি সল্ট লেকে। এই দুটি মেডিক্যাল কলেজ চালু হলে রাজ্যে মেডিক্যাল কলেজের সংখ্যা দাঁড়াবে ২৫টি।
বর্তমানে পশ্চিমবঙ্গে ২৩টি মেডিক্যাল কলেজ রয়েছে। এর মধ্যে ১৬টি সরকারি, বাকী ৭টি বেসরকারি। নতুন দুইটিও হবে বেসরকারি। একটি চাকদহে পিপিপি মডেলে ট্রাস্ট স্থাপিত জে এম এন মেডিক্যাল কলেজ, অন্যটি জেআইএম স্কুল অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ। সম্প্রতি ভারত সরকার দেশের বিভিন্ন রাজ্যে মোট ৫০টি নতুন মেডিকেল কলেজ খোলার অনুমোদন দিয়েছে।
পশ্চিমবঙ্গের নতুন দুটি মেডিক্যাল কলেজে ১৫০টি করে মোট ৩০০ আসনে শিক্ষার্থীরা মেডিক্যাল শিক্ষার সুযোগ পাবেন। ফলে রাজ্যে মেডিক্যাল আসন বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ৫ হাজার ১২৫টি।