পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রাজ্যে এবার পাসের হার কমেছে। গত বছর পাসের হার ছিলো ৮৬ দশমিক ৬০ শতাংশ। এই বছর তা কমে হয়েছে ৮৬ দশমিক ১৫ শতাংশ। চলতি বছর মাধ্যমিকে পরীক্ষার্থী ছিলেন ৬ লাখ ৩৭ হাজার ১০৫ জন। এর মধ্যে পাস করেছেন ৫ লাখ ৪৮ হাজার ৯০৯ জন। খবর আনন্দবাজারের।
সংবাদ মাধ্যমটি জানিয়েছে, গত বছর মাধ্যমিকের মেধাতালিকায় কলকাতার স্কুলগুলো থেকে মাত্র একজন স্থান পেয়েছিলেন। তবে, এবার মেধাতালিকায় কলকাতার কোনো শিক্ষার্থী স্থান করতে পারেননি। ২০২৩ খ্রিষ্টাব্দের মাধ্যমিকে প্রথম হয়েছে দেবদত্তা মাঝি। কাটোয়া দুর্গাদাস চৌধুরী গার্লস স্কুলের এ ছাত্রী ৭০০ নম্বরে ৬৯৭ (৯৯ দশমিক ৫৭ শতাংশ) পেয়ে প্রথম হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে দু’জন। বর্ধমানের শুভম পাল এবং মালদহের রিফাত হাসান সরকার। তাদের প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় স্থানে রয়েছেন ছয়জন শিক্ষার্থী।
মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সব ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাফল্যের সঙ্গে পূর্ণ হোক তোমাদের আগামীর প্রত্যেকটি দিন।
জানা গেছে, এবার ২০ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। আর ২ জনের রেজাল্ট আটকে রয়েছে প্রযুক্তিগত কারণে।