পাঁচ বছরের বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি হারালেন এক নারী সিনিয়র সহকারী সচিব। মুনা মুশাররাত নামের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা লিয়েনে ছিলেন। চাকরির অবসান হওয়ায় তিনি সরকারের কাছ থেকে কোনো আর্থিক সুবিধা পাবেন না।
গত ২১ ডিসেম্বর তাকে চাকরিচ্যুত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২০ খ্রিষ্টাব্দের ১ ফেব্রুয়ারি মুনা মুশাররাতের মঞ্জুরকৃত লিয়েনের মেয়াদ শেষ হওয়ার পরও তিনি কর্মস্থলে যোগদান করেননি। এর আগে ২০১৫ খ্রিষ্টাব্দের ২৬ আগস্ট থেকে সরকারের কর্মে একনাগাড়ে পাঁচ বছরের বেশি সময় অনুপস্থিত ছিলেন। ২০২০ খ্রিষ্টাব্দের ২৬ আগস্ট কর্মে অনুপস্থিতির মেয়াদ পাঁচ বছর পূর্ণ হয়। পাঁচ বছরের বেশি সময় কর্তব্য থেকে অনুপস্থিত থাকায় বাংলাদেশ সার্ভিস রুলস প্রথম খণ্ডের বিধি-৩৪ অনুযায়ী ২০২০ খ্রিষ্টাব্দের ২৬ আগস্ট থেকে মুনার চাকরি অবসান হয়েছে।