ঘূর্ণিঝড় মোকার আঘাতের শঙ্কায় চট্টগ্রাম, কুমিল্লা ও বরিশাল শিক্ষা বোর্ডের আগামী রোববারের (১৪ মে) এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে এদিন মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে শিক্ষা প্রশাসন। মোট পাঁচটি বোর্ডের অধীনে রোববার অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার সূচি পরে জানিয়ে দেয়া হবে বলেও জানানো হয়েছে। তবে, এ পাঁচটি বোর্ড ছাড়া ঢাকা, রাজশাহী, যশোর, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের রোববারের এসএসসি পরীক্ষার যথারীতি অনুষ্ঠিত হবে।
শুক্রবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে পাঠানো এক চিঠিতে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের বিষয়টি জানানো হয়েছে।
জানা গেছে, আগামী রোববার এসএসসির পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা ও ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে পরীক্ষা হওয়ার কথা ছিলো। এদিন দাখিলের ইংরেজি প্রথম পত্র এবং এসএসসি ও দাখিল ভোকেশনালের পদার্থবিজ্ঞান-২ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু অতি প্রবল ঘূর্ণিঝড় মোকা আগামী রোববার দুপুরে কক্সবাজার উপকূলে আঘাত আনতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে রোববার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম, কুমিল্লা ও বরিশাল শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা, মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে, ঢাকা, রাজশাহী, যশোর, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের রোববারের এসএসসি পরীক্ষার যথারীতি অনুষ্ঠিত হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ঘুর্ণিঝড় মোকার কারণে চলমান এসএসসি পরীক্ষার চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামী রোববার (১৪ মে) অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো স্থগিত করা হলো। অন্যান্য বোর্ডের ওই তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।