নওগাঁর পত্নীতলায় পাঁচজন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়। এর আগে গতকাল সোমবার রাতে নজিপুর বাজার এলাকা থেকে তাদের আটক করে র্যাব। এসময় তাদের কাছ থেকে দুইটি জাল অটো সিল ও ১৫০টি বিভিন্ন সিল জব্দ করা হয়েছে।
গ্রেফতার হওয়া ভুয়া ডাক্তাররা হলেন, উপজেলার পুইয়া গ্রামের রাজকুমার চৌধুরীর ছেলে চপল চৌধুরী (২৬), চকশিবরাম গ্রামের ভক্তভূষণ সরকারের ছেলে গোলাপ কুমার সরকার (৩২), আমবাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে মো. আবুল কাশেম মিঠু (৩৯), বালুঘা গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. মোশারফ হোসেন রাজু (৩২) ও নজিপুর পুরাতন বাজার এলাকার শাহিনুর রহমানের ছেলে মো. গোলাম সারোয়ার সোহান (২৯)।
র্যাব-৫ জানিয়েছে, তারা এমবিবিএস বা বিডিএস ডিগ্রি অর্জনের কোনো অনুমোদিত সার্টিফিকেট দেখাতে পারেননি। চিকিৎসার প্রেক্ষাপট সম্পর্কে সঠিক জ্ঞান না রেখেই রোগীদের ওষুধ লিখে দিচ্ছিলেন। এমনকি তাদের মধ্যে কয়েকজন শরীরের ভাঙা হাড়েরও সার্জিক্যাল প্লাস্টার করতেন। আটকদের মধ্যে কেউ কেউ নিজেকে মা ও শিশু বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিতেন। তারা কয়েক বছর ধরে অনুশীলন করার পাশাপাশি মেডিকেল দোকানও চালাতেন।
র্যাব জানায়, তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।