রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আব্দুল কাদের ভূঁইয়া (৪৮) নামে এক শিক্ষককে মারধরা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষক।
আব্দুল কাদের ভূঁইয়া উপজেলার নবাবপুর ইউনিয়নের কুরশি গ্রামের মৃত আমির উদ্দিন ভূঁইয়ার ছেলে ও বহরপুর ইউনিয়নের আড়কান্দি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ের শিক্ষক।
অভিযোগপত্র তিনি বলেছেন, নবাবপুর ইউনিয়নের বকশিবাড়ী গ্রামের মাটি ব্যবসায়ী মুক্তার হোসেনের কাছে ৩ লাখ টাকায় পুকুর খননের মাটি বিক্রির করেন তিনি। চুক্তি অনুযায়ী মাটি কাটা শেষ হয়ে গেলেও চুক্তির কোনো টাকাই পরিশোধ করেনি। গতকাল রোববার বিকেলে বকশিবাড়ির কুড়ুম বাজারে টাকা চাইতে গেলে কিছু বুঝে উঠার আগেই কাঠের বাটাম হাতে নিয়ে অতর্কিতভাবে হামলা করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করান।
শিক্ষক কাদের ভূঁইয়া বলেন, আমি তার কাছে ৩ লাখ টাকা পাবো। আজ না কাল দেবো, এমন করে ঘুরাতে থাকেন। গত রোববার টাকা চাইতে গেলে সে আমাকে মারধর করে। এ ঘটনায় আমি নিজেই বাদি হয়ে রাতে বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্ত মাটি ব্যবসায়ী মোক্তার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত ফোন নম্বরও বন্ধ পাওয়া গেছে।