দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : পাকিস্তানের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের আগের দিন এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে জোড়া বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে এ ঘটনা ঘটেছে। খবর দ্য ডন।
পুলিশ জানিয়েছে, দুপুরের কিছু পরে পিশিনে স্বতন্ত্র প্রার্থী আসফান্দিয়ার কাকারের নির্বাচনী কার্যালয়ের বাইরে প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে। পিশিনের জেলা প্রশাসক জুম্মা দাদ খান বলেন, অন্তত ১৪ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
এর কিছুক্ষণ পরেই কিলা সাইফুল্লাহে দ্বিতীয় বিস্ফোরণের খবর পাওয়া যায়। শহরের ডেপুটি কমিশনার ইয়াসির বাজাই সংবাদমাধ্যম দ্য ডন-এর প্রতিবেদককে জানিয়েছেন, জেইউআই-এফ-এর নির্বাচনী কার্যালয়ের বাইরে বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছেন।
এদিকে, প্রাদেশিক সরকারের মুখপাত্র জান আচাকজাই জানিয়েছেন, হতাহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দেশটির জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের ঠিক আগের দিন এমন ভয়াবহ হামলার দায় এখন পর্যন্ত কেউ বা কোন সশস্ত্র গোষ্ঠী স্বীকার করেনি।
এদিকে, দেশটির জাতীয় নির্বাচনের তিন দিন আগে ৫ ফেব্রুয়ারি গভীর রাতে পুলিশ স্টেশনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে ডেরা ইসমাইল খান শহরের চোদওয়ান পুলিশ স্টেশনে হামলা হয়। এতে ১০ পুলিশ সদস্য নিহত এবং আরও ছয় জন আহত হন।