বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গত বুধবার ঢাকায় এসেছে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল। সেই দলকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। কিন্তু দল যে কোথায় যাচ্ছে তা জানেনই না তিনি। ভুল করে জিম্বাবুয়ের নাম নেওয়ায় নেটিজেনদের ট্রলের শিকার হচ্ছেন কিংবদন্তি এই অলরাউন্ডার।
পাকিস্তানের যুব দলকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি টুইট করেন শহীদ আফ্রিদি। সেখানে তিনি লেখেন, ‘আমাদের অনূর্ধ্ব-১৯ দল জিম্বাবুয়েতে যাচ্ছে। ওদের জন্য শুভেচ্ছা রইল। দারুণ সিদ্ধান্ত নিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভবিষ্যতে আরও এমন সফর হোক অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডে।’
আফ্রিদির এমন কাণ্ডে ট্রলে মেতেছেন অনেকে। কিছু দিন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়ে বাবর আজমকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন আফ্রিদি। যদিও নিজেই পরে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন। এমনটাই জানিয়েছিলেন বোর্ড প্রধান নাজাম শেঠী। পরে তাকে নির্বাচক থেকে সরিয়ে দেয় পিসিবি।
বাংলাদেশ সফরে একটি চার দিনের ম্যাচসহ ৫ টি ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আগামী ৩০ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই দলের চার দিনের ম্যাচ। একই ভেন্যুতে ৬ ও ৮ মে হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচ।
এরপর রাজশাহীতে চলে যাবে দুই দল। সেখানে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শেষ তিনটি একদিনের ম্যাচ যথাক্রমে মাঠে গড়াবে আগামী ১১, ১৩ ও ১৫ মে। এরপর একই ভেণ্যুতে আগামী ১৭ মে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের যুবাদের মুখোমুখি হবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।