পাচারকারীদের আস্তানা থেকে পালিয়ে বাঁচলো দুই ছাত্র

পিরোজপুর প্রতিনিধি |

পিরোজপুরের মঠবাড়িয়ায় পাচারকারীদের আস্তানা থেকে কৌশলে পালিয়ে রক্ষা পেয়েছেন ২ মাদরাসা ছাত্র। গতকাল মঙ্গলবার রাতে জেলার ইন্দুরকানী উপজেলার উমেদপুর থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে, এ বিষয়ে জানানো হয়নি ইন্দুরকানী থানা পুলিশকে।

ওই দুই ছাত্রের নাম আরাফাত (১২) ও বায়েজীদ (১৩)। মো. আরাফাত মঠবাড়ীয়া উপজেলার বকশি ঘটিচোরা গ্রামের হারুন অর রশিদের ছেলে এবং মো: বায়েজীদ একই উপজেলার মিঠাখালী গ্রামের মনির হাওরাদারের ছেলে। তারা উভয়েই জেলার মঠবাড়ীয়া শহরের পাশে কালাইমৃধা নুরানী মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।

দুই ছাত্রের পরিবার বলছে, ওই দিন সকালে  পিরোজপুরের মঠবাড়ীয়া থেকে  ওই দুই  মাদরাসা ছাত্র নিখোঁজ হয়। পাচারকারীদের আস্তানা থেকে পালিয়ে আসা ওই ২ ছাত্রকে জেলার ইন্দুরকানীর উমেদপুর গ্রামের পথচারীরা উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে।  

ভুক্তভোগী ওই দুই ছাত্র জানান, তারা মঠবাড়ীয়া শহরের পাশে কালাইমৃধা নুরানী মাদরাসায় হিফজ বিভাগে পড়ে। মঙ্গলবার সকালের দিকে তারা বাজারে খাবার কিনতে বের হয়। এ সময় ৩-৪ জন লোক তাদের সাথে কথা বলে। কথা বলার এক পর্যায়ে তারা ছাত্রদের নাকে স্প্রে করে। এ সময় তারা দৌড়ে পালিয়ে যেতে চাইলে কিছুদূর গিয়েই তারা পড়ে যায়। এরপর সন্ধ্যার আগে তাদের জ্ঞান ফিরলে তারা নিজেদের একটি বাগানের ভেতর দেখতে পায়। সেখান থেকে কিছু দূরে বাস ও গাড়ির হর্নের শব্দ পেয়ে পেয়ে হাটতে হাটতে মেইন রাস্তায় আসে এবং মানুষের কাছে জিজ্ঞাসা করে মঠবাড়ীয়ার রাস্তা ধরে হাটতে থাকে। 

ওই ছাত্রদের পাওয়া ইন্দুরকানী উপজেলার উমেদপুর গ্রামের মো. আল-আমিন দৈনিক শিক্ষাডটকমকে জানান, মঙ্গলবার রাতে  ওই দুই ছাত্রকে রাস্তার উপর হাঁতে দেখে ও তাদের অপরচিত মনে হওয়ায় তাদের সঙ্গে কথা বলা হয়। এসময় তারা পরিচয় দিয়ে ঘটনা খুলে বলেন। পরে রাতে তাদের অভিভাবকদের খবর দেয়া হয়। পরে উমেদপুর গ্রামের ইউপি সদস্য আবুল কালামের মাধ্যমে তাদের পরিবারের কাছে দিয়ে দেয়া হয়। 

মঠবাড়িয়া উপজেলার কালাইমৃধা নুরানী মাদরাসার মোহতামিম ইয়াসিন হোসাইন দৈনিক শিক্ষাডটকমকে জানান, মঙ্গলবার সকাল  সাড়ে ৯টায় হেফজ বিভাগের ছাত্রদের বিশ্রামের সময় ২ জন ছাত্র আমাদের না জানিয়ে খাবার কিনতে বাইরে যায়। ঘণ্টাখানেক পরে তাদের খোঁজ পড়লে না পেয়ে আমরা বিষয়টি পরিবারকে জানাই। তিনি আরো জানান, এর ২ বছর আগেও মাদরাসার পাশের মসজিদে ঘুমিয়ে থাকা ২ ছেলেকে পাচারকারীরা নাকে রুমাল দিয়ে অজ্ঞান করে নিয়ে গিয়েছিলো।  

ইন্দুরকানী উপজেলার উমেদপুর গ্রামের ইউপি সদস্য আবুল কালাম দৈনিক শিক্ষাডটকমকে জানান, মঠবাড়ীয়া থেকে পাচারের শিকার হওয়া ২ মাদরাসা ছাত্রকে মঙ্গলবার রাতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানতে চাইলে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক দৈনিক শিক্ষাডটকমকে জানান, এমন ঘটনা কেউই থানাকে জানাননি।


পাঠকের মন্তব্য দেখুন
ইউএনওর ‘মানসিক নির্যাতনে’ শিক্ষকের মৃত্যুর অভিযোগ - dainik shiksha ইউএনওর ‘মানসিক নির্যাতনে’ শিক্ষকের মৃত্যুর অভিযোগ শিক্ষা ক্যাডারে পদোন্নতির সভা ১৮ সেপ্টেম্বর - dainik shiksha শিক্ষা ক্যাডারে পদোন্নতির সভা ১৮ সেপ্টেম্বর সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! - dainik shiksha সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! নাহিদ-দীপুর ঘনিষ্ঠ ব্যক্তিই মাউশি অধিদপ্তরের ডিজি হচ্ছেন! - dainik shiksha নাহিদ-দীপুর ঘনিষ্ঠ ব্যক্তিই মাউশি অধিদপ্তরের ডিজি হচ্ছেন! শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হয়েছে- জানতে চায় অধিদপ্তর - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হয়েছে- জানতে চায় অধিদপ্তর এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি অন্যকে সুযোগ দেয়ার জন্য নয়: সারজিস - dainik shiksha এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি অন্যকে সুযোগ দেয়ার জন্য নয়: সারজিস কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0047211647033691