ছাত্রছাত্রীদের জন্য স্কুলে রাখা ছিল বেশ কিছু বই। সেই বই রাতের অন্ধকারে পাচারের চেষ্টার অভিযোগ উঠল সেই স্কুলেরই শিক্ষকের বিরুদ্ধে। সোমবার রাতে এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ঘুটিয়ারি শরিফের বিএম বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলে। বই-সহ গাড়িটি আটক করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পুলিশে দায়ের হয়েছে অভিযোগ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিএম বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক পলাশ মণ্ডল ছাত্রছাত্রীদের বই এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেওয়া ছক কষেছিলেন। সেই বই বেশ কয়েকটি বস্তায় ভরে তোলা হয়েছিল একটি পিক আপ ভ্যানে। এর পর রাতের অন্ধকারে সেই বস্তাগুলি বোঝাই করা হচ্ছিল গাড়িতে। সেই সময় ওই স্কুলের নৈশপ্রহরী এবং স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে আটকান। তবে চালক-সহ দুই যুবক পালিয়ে যান বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।
খবর পেয়ে ঘটনাস্থলে যান এলাকার তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান আবুল কাশেম সর্দার। তাঁর অভিযোগ, ‘‘ছাত্রদের জন্য রাখা বই এ ভাবে রাতের অন্ধকারে স্কুলের শিক্ষক চুরি করে বিক্রি করে দেবেন, এটা লজ্জাজনক ঘটনা। শিক্ষকরাই যদি চুরি করেন, তা হলে ছাত্রছাত্রীদের কী শেখাবেন?’’ এই নিয়ে ঘুটিয়ারি শরিফ থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ। পুলিশ বই-সহ পিক আপ ভ্যানটি আটক করেছে। তবে অভিযুক্ত শিক্ষক পলাশ গোটা বিষয়টি অস্বীকার করেছেন।
বিষয়টি নিয়ে ক্যানিংয়ের এসডিপিও দিবাকর দাস জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। বিশ্বাসভঙ্গের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।