দৈনিক শিক্ষাডটকম, মিথিলা মুক্তা: শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, অনেকেই আছেন আরবি ভাষায় অনেক দক্ষ। যোগাযোগের ক্ষেত্রে অবশ্যই আমাদের দক্ষ হতে হবে। আমরা কোরআন প্রতিযোগিতা অবশ্যই করবো, আমি নিজেও শৈশবে কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। আমার বাবা আমাকে মাখরাজ শিখিয়েছিলেন এবং কীভাবে উপস্থাপনা করতে হয় সেই প্রশিক্ষণ নিয়েছিলাম, যোগ করেন তিনি।
রোববার রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউটের অডিটরিয়ামে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষকদের বলেন, আপনাদের কাছে একটা আবেদন আমরা যাতে করে শিক্ষার্থীদের দক্ষতা নির্ভর করতে পারি। কাজের সঙ্গে সংশ্লিষ্ট নানা বিষয়, আমরা যা-ই পড়াচ্ছি, সেখানে ইংরেজি পড়াচ্ছি সেটা যোগাযোগের ক্ষেত্রে কতোটা কাজে লাগে দেখতে হবে।
তিনি বলেন, অমুসলিম দেশও কিন্তু আরবি ভাষা শিখছে, সেটা আমাদের খেয়াল করতে হবে, বাংলা আমাদের রাষ্ট্রভাষা কিন্তু পাশপাশি অন্যান্য ভাষার প্রতিও আমাদের খেয়াল রাখতে হবে।
মন্ত্রী বলেন, আজকে উপস্থিত বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ যারা অবসর নিয়েছেন অনেকে, কিন্তু এখনো পেশা চালিয়ে যাচ্ছেন, অনেকে দ্বীনি শিক্ষার জন্য কাজ করছেন, কিন্তু যার যার অবস্থান থেকে আমাদের প্রশ্ন করতে হবে, দ্বীনি শিক্ষাকে বিশ্ববিদ্যালয়ের মানে, আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার জন্য এই বাংলাদেশে এর আগে যতোগুলো পদক্ষেপ নেয়া হয়েছিলো, কোনো পদক্ষেপই শেষ পযর্ন্ত বাস্তবায়িত হয়নি।
তিনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার প্রশ্নে যতোটুকু সম্ভব আমাদের অ্যাক্টিভিটি ভিত্তিক কারিকুলাম অনুয়ায়ী চেষ্টা করছি। খোলা রাখার প্রশ্নে একটা চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বেশি সময় রাখতে হচ্ছে। সেটা কীভাবে আমরা সময়-সুযোগ করে কোরান শিক্ষার যে সুযোগ, আগামী রমজানের আগেই আমরা প্রস্তুতি নিবো, কোরান শিক্ষা বিশেষ করে রমজান মাসে হয় সেটা যাতে করে বাধাগ্রস্ত না হয় এটা আমাদের মাথায় আছে।