নওগাঁর সদর উপজেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের অন্তর্ভুক্ত ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম’ এর আওতায় কর্মশালাটি আয়োজন করা হয়।
গতকাল সোমবার সকাল ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত উপজেলা অডিটোরিয়ামে ৬৭টি স্কুল ও মাদরাসার প্রধান ও গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ের শিক্ষকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ৬৪ জেলার ১৫ হাজার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়িত হচ্ছে এ কর্মসূচি। বিশ্বসাহিত্য কেন্দ্র কর্মসূচিটি মাঠপর্যায়ে বাস্তবায়ন করছে। নির্বাচিত উপজেলাগুলোর প্রশাসন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের সহযোগিতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও সরকারের লক্ষ্য অর্জনে সহায়ক হবে।
জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন, উপজেলা চেয়ারম্যান রফিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াশিউর রহমান ও উপজেলার ৬৭টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রধান শিক্ষক ও গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াশিউর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বর্তমানে শিক্ষার্থীরা অনেকটাই মোবাইল ও কম্পিউটারে আসক্ত হয়ে পড়েছে। তারা বই বিমুখ হয়ে উঠেছে। নির্ধারিত সিলেবাসের বাইরে তাদের এসব বই দেয়া হবে। বই তারা এক সপ্তাহ রাখতে পারবেন। ১০ টাকা ভর্তি ফি দিয়ে একেকজন শিক্ষার্থী ভর্তি হবে। প্রতি ১৫ দিন পর পর শিক্ষার্থীদের নিয়ে শ্রেণিভিত্তিক পরীক্ষা গ্রহণ করা হবে। এতে তুলনামূলকভাবে যে শিক্ষার্থীরা ভালো করবে তাদের পুরস্কৃত করা হবে।