পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে সিনথেটিক ড্রাগসের ভয়াবহতা

নিজস্ব প্রতিবেদক |

এলএসডি বা আইসের মত সিনথেটিক ও হার্ড ড্রাগসের ভয়াবহতা নিয়ে শিক্ষার্থীদের সচেতন করার উদ্যোগ নিচ্ছে সরকার। এসব সিনথেটিক ও নতুন হার্ড ড্রাগসের ক্ষতিকর দিকগুলো পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হবে। ইতোমধ্যে বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তুর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাদকের ভায়বহ আগ্রাসন রোধে গঠিত এনফোর্সমেন্ট কমিটি। ইতোমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকেও মাদকের ক্ষতিকর দিকগুলো পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে না বলা কর্মসূচি চালুর সিদ্ধান্ত হলেও করোনা মহামারির কারণে তা বস্তাবায়ন হয়নি। তাই, অনলাইনে হলেও শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্তে এসেছে কমিটি।

জানা গেছে, এলএসডি বা আইসের মত সিনথেটিক ও হার্ড ড্রাগসের ভায়বহতার কথা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। কমিটির সভাপতি ও  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেনের সভপতিত্বে গত ৩১ মার্চ অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সম্প্রতি সভার কার্যবিবরণী শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ২৮ এপ্রিল সভার কার্যবিবরণী শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পৌঁছায়।  

কাযবিবরণী অনুসারে, সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রত্যেক শ্রেণির পাঠ্যপুস্তকে মাদকের কুফল ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে কিছু টপিক অন্তর্ভুক্তির বিষয়ে গত ২১ মার্চ জাতীয় পাঠ্যপুস্তক ও কারিকুলাম বোর্ডের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে। 

সভায় কমিটির সভাপতি ও  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন জানান, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পর্যন্ত প্রত্যেক শ্রেণির পাঠ্যপুস্তকে নতুন হার্ড ড্রাগস ও সিন্থেটিক ড্রাগসের ক্ষতিকর বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে। আগে পাঠানো কন্টেন্টগুলো প্রকাশিত না হলে সেগুলো রিভিজিট করে নতুন নতুন মাদকের ক্ষতিকর দিকগুলো অন্তর্ভুক্ত করে পাঠ্যপুস্তকে প্রকাশের জন্য এনসিটিবির চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করতে হবে। 

সভায় সিদ্ধান্তে উল্লেখ করা হয়, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের বিরুদ্ধে না বলার কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। আর ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রত্যেক শ্রেণির পাঠ্যপুস্তকে নতুন হার্ডড্রাগস ও সিন্থেটিক ড্রাগসের ক্ষতিকর বিষয়গুলো অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের এনসিটিবির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদারাসা শিক্ষা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগকে এ সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় সভায়। 

সভার কার্যবিবরণী শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পৌঁছানোর পর বিভাগ থেকে গত ১১ মে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশটি মাদরাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে পাঠিয়েছে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। 

২০২১ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনার পর দেশে প্রথম আলোচনায় আসে সিন্থেটিক মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড বা এলএসডি। এ মাদকগ্রহণ ও কেনাবেচায় জড়িত থাকার অপরাধে রাজধানী থেকে বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার হয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।


পাঠকের মন্তব্য দেখুন
চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে পরীক্ষার আগেই হবু শিক্ষকদের হাতে পৌঁছে যায় উত্তরপত্র: ডিবি - dainik shiksha পরীক্ষার আগেই হবু শিক্ষকদের হাতে পৌঁছে যায় উত্তরপত্র: ডিবি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.002716064453125