বিদেশগামীদের ভোগান্তি কমাতে পাবলিক পরীক্ষার সার্টিফিকেট সত্যায়নও অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সনদের মূল কপি নিয়ে আর ছুটতে হবে না শিক্ষা মন্ত্রণালয়ে। এখন থেকে ছাত্র-ছাত্রীসহ সবাই কোনো ঝামেলা ছাড়াই তাদের পরীক্ষার সনদ তাৎক্ষণিক অনলাইনে সত্যায়ন করতে পারবেন। এ জন্য কোনো ফি দিতে হবে না শিক্ষার্থীদের। শিক্ষা মন্ত্রণালয় সূত্র দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে।
একজন কর্মকর্তা বলেন, বিদেশ যেতে অনেক ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হয়। শিক্ষাসংক্রান্ত সনদ হলে প্রথমে শিক্ষা মন্ত্রণালয়, পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হয়। এরপর সংশ্লিষ্ট দেশের দূতাবাস সত্যায়িত করে। তারপর ওই দেশে কার্যকর হয়। যেসব দেশের দূতাবাস বাংলাদেশে নেই, দিল্লিতে গিয়ে ওই সব দেশের দূতাবাসে সনদ জমা দিয়ে সত্যায়িত করতে হয়। এতে বিরাট জটিলতার মধ্যে পড়তে হয়।
তিনি বলেন, আমাদের দেশের যেসব শিক্ষার্থী পড়ালেখার জন্য বিদেশে যান, তাদের একটা বড় সময় সত্যায়ন প্রক্রিয়ায় চলে যায়। তাই পুরো প্রক্রিয়া অনলাইনে করা হবে। পরিকল্পনা করা হয়েছে জুন মাসেই এটা শুরু করার। বর্তমানে সনদ সত্যায়নের কাজটা সচিবালয়ে করা হয়। আপাতত এটা সেগুন বাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) থেকে করা হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের নির্দেশে ইতোমধ্যে কয়েকজন কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করেছেন। আমাই পরিচালক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন সিনিয়র সহকারি সচিব বাস্তবায়ন তদারকি করবেন।
প্রসঙ্গত, বিদেশগামী শিক্ষার্থীদের সনদ সত্যায়নের ভোগান্তি কমাতে দুই বছর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ‘ওয়ান স্টপ সার্ভিস’ নামে একটি সেবা চালু করা হয়েছিলো। অনলাইনে সত্যায়ন শুরু হলে সেই সার্ভিসের আর প্রয়োজন হবে না।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।