দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রীর থেকে প্রায় দুই লাখ বেশি ছাত্র রয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সর্বশেষ হিসেব বলছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রীদের থেকে ছাত্রসংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৯৯২ জন বেশি। বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষার্থী সংখ্যা ৪৪ লাখ ১৫ হাজার ৬৪৯ জন। এদের মধ্যে ছাত্রী ২১ লাখ ১৩ হাজার ৮২৬ জন, যা মোট শিক্ষার্থীর ৪৮ শতাংশ। আর ছাত্র ২৩ লাখ ১ হাজার ৮১৮ জন, যা মোট শিক্ষার্থীর ৫২ শতাংশ।
ইউজিসির সর্বশেষ বা ৪৯তম বার্ষিক প্রতিবেদনে (২০২২) বিষয়টি উঠে এসেছে। তবে উচ্চশিক্ষা তদরকির দায়িত্বপ্রাপ্ত এ কমিশন বলছে, কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরা এগিয়ে আছেন।
ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন তৈরি করা হয়েছে ২০২২ খ্রিষ্টাব্দের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর তথ্যের ভিত্তিতে। সেসময় দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় ছিলো ৫৩টি। আর বেসরকারি বিশ্ববিদ্যালয় ১১০টি। পরে অবশ্য সরকারি-বেসরকারি মিলিয়ে আরো কয়েকটি বিশ্ববিদ্যালয় হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২ খ্রিষ্টাব্দ অধিভুক্ত কলেজ-মাদরাসাসহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষার্থী ছিলো ৪৪ লাখ ১৫ হাজার ৬৪৯ জন। এর মধ্যে ছাত্র ২৩ লাখ ১ হাজার ৮১৮ জন; যা মোট শিক্ষার্থীর ৫২ শতাংশ। এ ছাড়া ছাত্রী ২১ লাখ ১৩ হাজার ৮২৬ জন; যা মোট শিক্ষার্থীর ৪৮ শতাংশ। সে বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী ছিলেন ৩৬ হাজার ৬৭৬ জন। এর মধ্যে ছাত্রী ৪১ শতাংশের বেশি। তবে সর্বশেষ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর হার বেশি হয়েছে।
এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীসংখ্যা এখনো ছাত্রসংখ্যার চেয়ে কম। ইউজিসির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী ছিলো ৩ লাখ ৪১ হাজার ৯৮ জন। এর মধ্যে ২৯ শতাংশ ছাত্রী। আর ছাত্র ৭১ শতাংশ।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।