পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়ালের সঙ্গে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় এই দুই উপাচার্য সৌজন্য সাক্ষাৎ করেন।
দুই উপাচার্য দেশে কর্মমুখী শিক্ষা, শিক্ষায় উত্তরাঞ্চলের উন্নয়ন, দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারকের বিষয়ে প্রাথমিক আলোচনা করেন। একইসঙ্গে পাবিপ্রবিতে মাস্টার্স প্রোগ্রাম চালু করার বিষয়ে আলোচনা এবং শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপরে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া, দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রযুক্তি বিনিময়, পাবিপ্রবিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের টিউটোরিয়াল সেন্টার খোলার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, একাডেমিক অবকাঠামোর ব্যবস্থাপনা ব্যবহারের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে প্রাথমিক একমত্যে পৌঁছান তারা। তারা আগামী এক মাসের মধ্যে এ ব্যাপারে কার্যকরী উদ্যোগ নেয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সভায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক ড. লাভলি আক্তার ডলি, পাবিপ্রবি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. রাহিদুল ইসলাম এবং সব বিভাগীয় চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল দৈনিক আমাদের বার্তাকে বলেন, আমাদের প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। ভোকেশনাল শিক্ষাকে গুরুত্ব দিয়ে প্রশিক্ষিত জনশক্তিকে বিদেশে পাঠাতে হবে। বাংলাদেশ থেকে বিদেশে ভোকেশনাল সনদ নিয়ে যেতে পারলে, তারা ভালো কাজের পরিবেশ এবং বেশি অর্থ উপার্জন করতে পারবে বলে তিনি প্রত্যাশা করেন।