ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশের নির্ধারিত শর্ত না মানায় ফার্মেসি বিভাগের অনার্স কোর্সে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞায় পড়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। এতে উদ্বিগ্ন বিভাগের শিক্ষার্থীরা। বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন শিক্ষকরা। নতুন বিশ্ববিদ্যালয়ে নানা সীমাবদ্ধতাকে এমন পরিস্থিতির জন্য দায়ী করে শর্ত পূরণে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে পাবিপ্রবি প্রশাসন। সূত্র জানায়, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের প্রতিনিধিরা চলতি বছর ২৮টি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। ল্যাব সংকট, ল্যাবের যন্ত্রপাতি অকেজো, শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকটসহ নানা কারণে পাবিপ্রবিসহ সরকারি ৪টি ও বেসরকারি ১৩টি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের বি. ফার্ম কোর্সের অ্যাক্রেডিটেশন নবায়ন স্থগিত করেছে। একই সঙ্গে স্থগিতাদেশ পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার মানোন্নয়নে বেশকিছু সুপারিশ ও নির্দেশনা দেওয়া হয়েছে।
এসব নির্দেশনা বাস্তবায়ন না হলে আগামী ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে বি. ফার্ম কোর্সে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ৩১ অক্টোবর ও সরকারি বিশ্ববিদ্যালয়কে ৩১ ডিসেম্বরের মধ্যে সুপারিশ বাস্তবায়নে সময় বেঁধে দেওয়া হয়েছে। তবে মানবিক দিক বিবেচনা করে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন দেওয়া হবে। পাবিপ্রবি ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. শরিফুল হক বলেন, আমাদের বিভাগে শিক্ষক ও ল্যাব সংকট প্রকট। এ বিষয়ে প্রশাসনের উচিত দ্রুত উদ্যোগ নেওয়া। উপাচার্য অধ্যাপক হাফিজা খাতুন বলেন, আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ে সংকট কাটিয়ে ওঠার।