আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার উদযাপন করা হয়েছে। এদিন সকালে প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক আনন্দ র্যালি বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর ড. মো. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা ড. মো. নাজমুল হোসেন’সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট’সহ শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন। এরপর উপাচার্য বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
এসময় উপাচার্য বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় ১৬ বছরে পদার্পণ করলো। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আগামীর বাংলাদেশকে গড়ে তোলার লক্ষে দক্ষ মানবসম্পদ গড়ে তুলছি।
এরপর রসায়ন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপাচার্য কেক কাটেন এবং বিশ্ববিদ্যালয় দিবস ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপাচার্য ও কোষাধ্যক্ষ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ শেষে উপাচার্য ও কোষাধ্যক্ষ ভূগোল ও পরিবেশ বিভাগের একটি র্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে যোগ দেন।
এদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভূগোল ও পরিবেশ বিভাগ এবং রোসাটমের যৌথ উদ্যোগে একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে উপাচার্য, কোষাধ্যক্ষ ও রোসাটামের প্রতিনিধিরা পরিবেশ নিয়ে আলোচনা করেন।