পাসের হারে এগিয়ে বরিশাল, পিছিয়ে যশোর

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

দৈনিকশিক্ষা প্রতিবেদক : চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। সাধারণ ধারার শিক্ষা বোর্ডগুলোর ফলে পাসের হারে সবার ওপরে বরিশাল বোর্ড। এ বোর্ডে পাসের হার ৮০ দশমিক ৬৫ শতাংশ। পাসের হারে সবচেয়ে পিছিয়ে যশোর। এ বোর্ডে পাস করেছেন ৬৯ দশমিক ৮৮ শতাংশ পরীক্ষার্থী।

রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। দুপুরে সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আরো পড়ুন : দৈনিক শিক্ষাডটকমে ভর্তি বিজ্ঞাপন দিন ৩০ শতাংশ ছাড়ে

জানা গেছে, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় ৯২ হাজার ৫৯৫ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর অর্থাৎ ২০২২ খ্রিষ্টাব্দে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। গতবারের তুলনায় এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ কমেছে। গতবারের তুলনায় ৮৩ হাজার ৬৮৭ জন কম পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর আগে ২০২১ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এবার পাসের হারও কিছুটা কমেছে। গতবার পাসের হার ছিলো ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার এইচএসসি ও সমমানে সব বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গতবার এসএসসি ও সমমানে মোট পাসের হার ছিলো ৮৫ দশমিক ৯৫ শতাংশ।

নয়টি সাধারণ বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ৭৮ হাজার ৫২১ জন জিপিএ-৫ পেয়েছেন। শুধু এইচএসসিতে ৭৫ দশমিক ৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর নয়টি সাধারণ বোর্ডের এইচএসসি পরীক্ষায় ৮৪ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। গতবছর শুধু এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৫৯ হাজার ৭৫৫ জন শিক্ষার্থী। 

জানা গেছে, পাসের হারের দিক থেকে প্রথম অবস্থানে আছে বরিশাল বোর্ড। এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডের ৮০ দশমিক ৬৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এ বোর্ডের ৩ হাজার ৯৯৩ জন পরীক্ষা জিপিএ-৫ পেয়েছেন। গতবছর অর্থাৎ ২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডের পাসের হার ছিলো ৮৬ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। গতবছর বরিশাল বোর্ডের ৭ হাজার ৩৮৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। চলতি বছর বরিশাল বোর্ড থেকে ৬৮ হাজার ৩৯৩ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরমপূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ৬৭ হাজার ৪৬৫ জন। পাস করেছেন ৫৩ হাজার ৪১৩ জন পরীক্ষার্থী। 

পাসের হারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা বোর্ড। এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের ৭৯ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। ঢাকা বোর্ডের ৩১ হাজার ৭৫২ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গতবছর অর্থাৎ ২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের পাসের হার ছিলো ৮৭ দশমিক ৮৩ শতাংশ। গতবছর এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের ৬২ হাজার ৪২১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। চলতি বছর ঢাকা বোর্ড থেকে ৩ লাখ ১৫ হাজার ৭৯৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরমপূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ১৪ হাজার ৫১০ জন। পাস করেছেন ২ লাখ ৪৯ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থী। 

পাসের হারের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে রাজশাহী বোর্ড। এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের ৭৮ দশমিক ৪৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এ বোর্ডের ১১ হাজার ২৫৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গতবছর অর্থাৎ ২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের পাসের হার ছিলো ৮১ দশমিক ৬ শতাংশ।  গতবছর অর্থাৎ ২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের পাসের হার ছিলো ৮১ দশমিক ৬ শতাংশ। চলতি বছর রাজশাহী বোর্ড থেকে ১ লাখ ৪০ হাজার ১১৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরমপূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৮ হাজার ৩৯০ জন। পাস করেছেন ১ লাখ ৮ হাজার ৫৮০ জন পরীক্ষার্থী। 

চতুর্থ অবস্থানে থাকা কুমিল্লা বোর্ডের ৭৫ দশমিক ৩৯  শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এবার কুমিল্লা বোর্ডের ৫ হাজার ৬৫৫ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গতবছর অর্থাৎ ২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের ৯০ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। গত বছর এ শিক্ষা বোর্ড থেকে ১৪ হাজার ৯৯১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। চলতি বছর কুমিল্লা বোর্ড থেকে ১ লাখ ১১ হাজার ৩৭৩ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরমপূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১০ হাজার ৫৮০ জন। পাস করেছেন ৮৩ হাজার ৩৭০ জন পরীক্ষার্থী। 

পঞ্চম অবস্থানে থাকা দিনাজপুর বোর্ডের ৭৪ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এ বোর্ডের ৬ হাজার ৪৫৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।  গতবছর অর্থাৎ ২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডের পাসের হার ছিলো ৭৯ দশমিক ০৮ শতাংশ। গতবছর দিনাজপুর বোর্ডের ১১ হাজার ৮৩০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। চলতি বছর দিনাজপুর বোর্ড থেকে ১ লাখ ১২ হাজার ২৬৮ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরমপূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১০ হাজার ৮৭৬ জন। পাস করেছেন ৮২ হাজার ৫৭৯ জন পরীক্ষার্থী। 

আরো পড়ুন : দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে

ষষ্ঠ অবস্থানে থাকা চট্টগ্রাম বোর্ডের ৭৪ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এ বোর্ডে ৬ হাজার ৩৩৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গতবছর অর্থাৎ ২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডের পাসের হার ছিলো ৮০ দশমিক ৫০ শতাংশ। ২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডের ১২ হাজার ৬৭০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। চলতি বছর চট্টগ্রাম বোর্ড থেকে ১ লাখ ৩ হাজার ২৪৮ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরমপূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১ হাজার ৯৪৯ জন। পাস করেছেন ৭৫ হাজার ৯০৩ জন পরীক্ষার্থী। 

সপ্তম অবস্থানে থাকা সিলেট বোর্ডের ৭১ দশমিক ৬২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এ বোর্ডের ১ হাজার ৬৯৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গতবছর অর্থাৎ ২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডের পাসের হার ছিলো ৮১ দশমিক ৪ শতাংশ। গতবছর এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডের ৪ হাজার ৮৭১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। চলতি বছর সিলেট বোর্ড থেকে ৮৬ হাজার ৭৬৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরমপূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ৮৩ হাজার ১২৩ জন। পাস করেছেন ৫৯ হাজার ৫৩৬ জন পরীক্ষার্থী। 

অষ্টম অবস্থানে থাকা ময়মনসিংহ বোর্ডের ৭০ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এ বোর্ডের ৩ হাজার ২৪৪ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গতবছর অর্থাৎ ২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডের পাসের হার ছিলো ৮০ দশমিক ৩২ শতাংশ। ২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডের ৫ হাজার ২৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। চলতি বছর ময়মনসিংহ বোর্ড থেকে ৭৭ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরমপূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ৭৫ হাজার ৮৪৫ জন। পাস করেছেন ৫৩ হাজার ৪২৬ জন পরীক্ষার্থী। 

সর্বশেষ অবস্থানে থাকা যশোর বোর্ডের ৬৯ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এ বোর্ডের ৮ হাজার ১২২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গতবছর অর্থাৎ ২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের পাসের হার ছিলো ৮৩ দশমিক ৯৫ শতাংশ। গতবছর এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের ১৮ হাজার ৭০৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। চলতি বছর যশোর বোর্ড থেকে ১ লাখ ১১ হাজার ৩৯ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরমপূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৯ হাজার ৬৩৪ জন। পাস করেছেন ৭৬ হাজার ৬১৬ জন পরীক্ষার্থী। 

আলিম পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডের ৭ হাজার ৯৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এবার আলিমের ৯০ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবছর পাসের হার ছিলো ৯২ দশমিক ৫৬ শতাংশ। গতবছর অর্থাৎ ২০২২ খ্রিষ্টাব্দে আলিমে ৯ হাজার ৪২৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। গতবছরের তুলনায় আলিমে জিপিএ-৫ ও পাসের হার কমেছে। জানা গেছে, মাদরাসা বোর্ড থেকে ৯৮ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। ২ হাজার ৬৮৮টি মাদরাসার এসব শিক্ষার্থী এবার ৪৪৯টি কেন্দ্রে আলিম পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আলিমে পাস করেছেন ৮৬ হাজার ৮৩২ জন শিক্ষার্থী। 

চলতি বছরের এইচএসসি বিএম-ভোকেশোনাল পরীক্ষায় ৬ হাজার ৯৭৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। কারিগরি শিক্ষা বোর্ডের এ পরীক্ষায় ৯১ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর অর্থাৎ ২০২২ খ্রিষ্টাব্দে এইচএসসি বিএম-ভোকেশোনাল পরীক্ষায় পাসের হার ছিলো ৯৪ দশমিক ৪১ শতাংশ। গতবছর এইচএসসি বিএম-ভোকেশোনাল পরীক্ষায় ৭ হাজার ১০৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। কারিগরি শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ৫৩ হাজার পরীক্ষার্থী এইচএসসি বিএম-বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৪৯ হাজার ৮৫৯ জন। পাস করেছেন ১ লাখ ৩৬ হাজার ৭৫১ জন।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় ৩ লাখ ৭ হাজার শিক্ষার্থী ফেল করেছেন। তাদের মধ্যে ১৭ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ না নিয়ে ফেল করেছেন। আর ২ লাখ ৯০ ৬৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে পাস করতে পারেননি।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় যারা ভালো করেছেন তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তিনি যারা ফেল করেছে তাদের গালমন্দ না করে সহানুভূতি দেখানোর অনুরোধ করেছেন তিনি। সকালে ফল হস্তান্তর অনুষ্ঠানে সরকারপ্রধান বলেন, যারা হয়তো ভালো রেজাল্ট করতে পারেনি, তাদেরও হতাশ হওয়ার কিছু নেই। অভিভাবকদের বলবো, যারা উত্তীর্ণ হতে পারেনি, তাদের সহানুভূতি দেখাতে হবে। সে যে পারে নাই, সেটার কারণ বের করে তাকে আরও মনোযোগী হতে উৎসাহী করতে হবে। তাকে ধমক বা গালমন্দ করা ঠিক হবে না। এটা আমাদের বিনীত অনুরোধ থাকবে, কাউকে ধমক বা গালমন্দ করবেন না। এগুলো কোমলমতি এই ছেলেমেয়েগুলো নিতে পারে না। পরে তারা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। সমস্যা চিহ্নিত করে সেটি সমাধানে সহযোগিতা করলে ভবিষ্যতে তারা ভালো করতে পারবে।

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।


পাঠকের মন্তব্য দেখুন
পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ - dainik shiksha পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ সড়ক-রেলপথ ছাড়লেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা - dainik shiksha সড়ক-রেলপথ ছাড়লেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ফেসবুকে সতর্কবার্তা দিলেন সারজিস আলম - dainik shiksha ফেসবুকে সতর্কবার্তা দিলেন সারজিস আলম আওয়ামী আমলে শত কোটি টাকা লুট শিক্ষা প্রকৌশলের চট্টগ্রাম দপ্তরে - dainik shiksha আওয়ামী আমলে শত কোটি টাকা লুট শিক্ষা প্রকৌশলের চট্টগ্রাম দপ্তরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কমিটি গঠন করা হয়েছে: গণশিক্ষা উপদেষ্টা - dainik shiksha প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কমিটি গঠন করা হয়েছে: গণশিক্ষা উপদেষ্টা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির তালিকা - dainik shiksha শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির তালিকা ছাত্ররা রাজনৈতিক দল ঘোষণা করবে কি না জনগণ নির্ধারণ করবে - dainik shiksha ছাত্ররা রাজনৈতিক দল ঘোষণা করবে কি না জনগণ নির্ধারণ করবে কুয়েটে ভর্তি আবেদন শুরু ৪ ডিসেম্বর, পরীক্ষা ১১ জানুয়ারি - dainik shiksha কুয়েটে ভর্তি আবেদন শুরু ৪ ডিসেম্বর, পরীক্ষা ১১ জানুয়ারি please click here to view dainikshiksha website Execution time: 0.0024499893188477