ভোলার লালমোহনে দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষককে পিটিয়ে পা ভেঙে দেওয়ার ঘটনার বিচার দাবি করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও অন্যান্য শিক্ষকরা। রোববার দুপুরে উপজেলার দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন।
মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, গত বৃহস্পতিবার দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মো. রুহুল আমিনকে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে পা ভেঙে দেয়া হয়। তারা অভিযোগ করেন, ওই শিক্ষকের চাচাতো ভাই নৌ বাহিনীর সদস্য আনোয়ার হোসেন, নুরে আলম ও তাদের বাবা শাহেল আলম পিটিয়ে তার পা ভেঙে দিয়েছেন। তিনি রাজধানীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষক মো. রুহুল আমিনের ওপর হামলাকারীদের বিচর দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মোশারেফ হোসেন, দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া বেগম, প্রাক্তন ছাত্র শামিম মিঝি, মিজান ফরাজীসহ অনেকে।