দি পিপলস ইউনিভার্সিটিতে নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আলাউদ্দিন। চার বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার মাধ্যমিক ও উচচ্ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
জানা যায়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩১ (১) অনুযায়ী টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিনকে ঢাকার দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এর ভাইস-চ্যান্সেলর পদে তিন শর্তে নিয়োগ দেয়া হলো।
শর্তগুলো হলো, ভাইস-চ্যান্সেলর পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।
তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে নির্ধারিত বেতন-ভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন- ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।