পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত শিগগির শুরু হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে তিনি একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক সেনা সদস্য হিসেবে তিনি নিজেও বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার চান। বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। এর আগে উপদেষ্টার সঙ্গে তার দফতরে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সাক্ষাৎ করেন।