বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ‘মনিটারি পলিসি ইন বাংলাদেশ: উইল ইট কন্টোল ইনফ্লাশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের বট কনফারেন্স রুমে আনুষ্ঠিত ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাফফর হোসেন।
সেমিনারটিতে প্রধান আলোচক হিসেবে অংশ নেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম।
এ ছাড়া, অন্যান্যদের উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর মাননীয় চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম, অশোকা ফেলো, ডা. মো. মতিউর রহমান, এএইচএম গোলাম রসুল খান, ট্রেজারার জাহেদুর রহমান, সদস্য মো. সোহরাব আলী খান, ড. মোহা. হাছানাত আলীসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা।