বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী, মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাফফর হোসেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে-আরা বেগম, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান রোটা. ডা. মো. মতিউর রহমান, সেক্রেটারি এ এইচ এম গোলাম রসুল খান, ট্রেজারার জাহেদুর রহমান, সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী, সদস্য মনিরুল মাহতাব তমাল তরু ও আয়শা বেগম।
আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর মো. সুজন শাহ-ই-ফজলুল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. আলাউদ্দিন, বিওটি সচিব মো. খোরশেদ আলমসহ ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।