ঝালকাঠির নলছিটিতে পুলিশের ঘরে ডাকাতি হয়েছে। ডাকাত নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের তূর্য্য ফিলিং স্টেশনের পাশে দুই পুলিশ সদস্য সহদরের বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নলছিটি থানার এসআই মিজান ও তার ছোট ভাই ঢাকায় কর্মরত এসআই আল মামুন পরিবার নিয়ে নলছিটির ওই বাসায় বসবাস করেন। মঙ্গলবার তাদের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে যান। বাসায় দুই ভাইয়ের ছেলে, মেয়ে ও ভাগ্নেরা ছিলেন। গভীর রাতে ৮ থেকে ৯ জন ডাকাত বারান্দা থেকে দ্বিতীয় তলার বেলকনি দিয়ে বাসায় ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। ডাকাতরা ঘরের বিভিন্ন মালামাল ও কাপড়-চোপড় তছনছ করে।
নলছিটি থানা পুলিশের উপপরিদর্শক এসআই মিজান মুঠোফোনে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমি ও আমার ভাই একসঙ্গেই থাকি। ডাকতরা আমাদের ছেলে মেয়েকে জিম্মি করে কিছু নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। বাসায় ফিরে আসলে বলা যাবে কি পরিমাণ ক্ষতি হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিভিন্ন আলামত সংগ্রহ চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষার সব খবর সবারআগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।