ময়মনসিংহে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেলেন ১৯৫ জন। বৃহস্পতিবার এ পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম, শামীম হোসেন, ফাল্গুনী নন্দী, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ, নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, ময়মনসিংহে কোনো তদবির ও ঘুষ ছাড়াই পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেলেন ১৯৫ জন। তারা আন্তরিক প্রচেষ্টায় নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে শুধুমাত্র সরকারি ফি ১২০ টাকাসহ অন্যান্য খরচ মিলে ১৬০ টাকায় নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম জানান, ‘চাকুরি নয়, সেবা’ এই স্লোগান সামনে রেখে এ বছর ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা প্রক্রিয়া শুরু করা হয়। গত ১ ডিসেম্বর টিআরসি পদে জাতীয়ভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে বিভিন্ন কোটায় ময়মনসিংহ জেলার জন্য নিয়োগযোগ্য শূন্য পদ ১৯৫টি। এর মাঝে পুরুষ ছিলেন ১৬৬ জন এবং নারী ছিলেন ২৯।