দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: অর্থ মন্ত্রণালয়ের জারি করা পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তিকরণ ও স্বতন্ত্র বেতন স্কেল প্রত্যাবর্তনের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি।
পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামী ২৮ মে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করবে তারা। এবং ৪ জুন অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে বলে জানানো হয়।
বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আজ রোববার প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে অপরাজেয় বাংলার পাদদেশে মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা বলেন, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়কে স্বতন্ত্রের মর্যাদা দিয়েছেন। কিন্তু পেনশন স্কিম সেই মর্যাদার ওপরে একটি হস্তক্ষেপ। এবং এই স্কিম বিভ্রান্তিকরও।
শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আই.ই.আর) ইন্সটিটিউটের অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান চাঁন বলেন, প্রত্যয় স্কিমের নামে চিরাচরিত পেনশন এবং চাকরির নিরাপত্তাকে ব্যাহত করা হচ্ছে। এটা প্রত্যাহার করে শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো দিন।
জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন শিক্ষকেরা।
মানববন্ধনে ইতিহাস বিভাগের অধ্যাপক মো. সেলিম, সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মাশরিক হাসান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন প্রমুখ বক্তব্য দেন।
পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষক সমিতির উদ্যোগে এদিন সকালে কৃষি অনুষদীয় ভবনের সামনে মানববন্ধন পালিত হয়।
এ সময় দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার দুই ঘণ্টা কর্মবিরতি এবং ৪ জুন অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা দেয়া হয়।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক শিক্ষকের অংশগ্রহণে অধ্যাপক ড. হেমায়েত জাহান, অধ্যাপক ড. জুয়েল হাওলাদার, অধ্যাপক ড. মামুন-উর রশিদ, অধ্যাপক ড. মো. নুরুল আমিন ও অধ্যাপক খাদিজা খাতুনসহ অন্যান্য শিক্ষকেরা বক্তব্য দেন।
সিভাসু: চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) শিক্ষক সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সিভাসু শিক্ষক সমিতির সহ-সভাপতি ও পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মো. আশরাফ আলি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ-আল-নাহিদ, বঙ্গবন্ধু শিক্ষক ফোরামের সভাপতি ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, প্রফেসর ড. মো. কবিরুল ইসলাম খান এবং প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান।
রাবি: বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আজ রোববার মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ওমর ফারুক সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাঊদ, অধ্যাপক আব্দুল কদ্দুস, অধ্যাপক মো. রেজাউল করিম-২, অধ্যাপক মো. আমিরুল ইসলাম, অধ্যাপক মানিকুল ইসলাম, অধ্যাপক মো. সোমেন হাসানসহ শতাধিক শিক্ষক।
বাউবি: একই দাবিতে সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি একাত্মতা প্রকাশ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষকেরা অংশগ্রহণ করেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শিক্ষকদের সম্মান ও মর্যাদা রক্ষার্থে এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নের স্বার্থে অবিলম্বে এই পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার করতে হবে বলে জানায় বাউবি শিক্ষক সমিতি।
সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাজের গুরুত্ব ও দায়িত্ব বিবেচনা করে, তাদের জন্য একটি স্বতন্ত্র ও উপযুক্ত বেতন স্কেল প্রবর্তন করতে হবে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অনতিবিলম্বে বৈষম্যমূলক প্রজ্ঞাপনটি প্রত্যাহারের দাবি জানিয়েছে।
খুবি: খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ঘণ্টাব্যাপী ক্যাম্পাসের হাদী চত্বরে গতকাল রোববার মানববন্ধন করে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজের সভাপতিত্বে ও সহ-সভাপতি প্রফেসর ড. তরুণ কান্তি বোসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. ইয়াছিন আলী, প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. এ টি এম জহিরউদ্দিন, ফার্মেসি ডিসিপ্লিনের প্রফেসর ড. সমীর কুমার সাধু, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রফেসর মো. সানাউল ইসলাম, সমিতির সাবেক সভাপতি ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন, প্রফেসর ড. মো. মতিউল ইসলাম, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. তুহিন রায়, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. মোর্তুজা আহমেদ।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাহী পরিষদের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।