পেরুর লিমার রিমাক জেলায় খননের সময় প্রত্নতাত্ত্বিকরা একটি পাথরের সমাধির ভেতরে সংরক্ষিত পুরুষ মমি আবিষ্কার করেছেন।
মমিটি স্থানীয়ভাবে উৎপাদিত তুলা দিয়ে মোড়ানো ছিল। এ ছাড়াও এর সঙ্গে বিভিন্ন জিনিস, যেমন নেকলেস, ভুট্টা ও বীজ ছিল। এই নিদর্শনগুলো তিন হাজার বছরেরও বেশি পুরনো বলে অনুমান করা হচ্ছে।
সান মার্কোসের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ‘হুয়াকা লা ফ্লোরিডা’ প্রত্নতাত্ত্বিক সাইটে রিমাক জেলার পৌরসভার পুনরুদ্ধার ও সংরক্ষণের কাজ চলাকালীন এ আবিষ্কার করা হয়।
প্রত্নতাত্ত্বিকরা পেরুর সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছ থেকে তাদের খনন কাজ চালিয়ে যাওয়ার এবং ঐতিহাসিক স্থানটিকে আরো অন্বেষণ করার অনুমতি পেয়েছেন, যা একটি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত।
সূত্র : আনাদোলু এজেন্সি