প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হতে পারে ২৭ অক্টোবর। ২৮ অক্টোবর থেকেই তাদের ক্লাস শুরু হবে। এর আগে ২৫ ও ২৬ অক্টোবর তাদের আবাসিক হল বরাদ্দের তালিকা প্রকাশ করা হবে।
সমন্বিত ভর্তি কমিটির সভাপতি চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক সুদীপ কুমার পাল জানিয়েছেন, প্রাথমিকভাবে ২৭ অক্টোবর ওরিয়েন্টেশনের তারিখ নির্ধারণ করা হয়েছে ।
তিনি বলেন, ‘আমরা তিন বিশ্ববিদ্যালয় কথা বলে প্রাথমিকভাবে ২৭ অক্টোবর স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।
গত ৩ মার্চ প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশ করা হয় ৯ মার্চ। ২৮ এপ্রিল শুরু হয়ে চার দফায় ভর্তি শেষে ভর্তি কার্যক্রম শেষ হয় গত ১১ সেপ্টেম্বর। গত ৩১ জুলাই নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হওয়ার কথা ছিল। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় তখন ওরিয়েন্টেশন স্থগিত করা হয়।
তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় হলো, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট)