আমাদের বার্তা, মাভাবিপ্রবি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পদত্যাগসহ ২১ দাবি না মানায় অনির্দিষ্ট কালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার থেকে কোনো ক্লাস পরীক্ষা হচ্ছে না।
সরেজমিনে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, দুপুর ১২ সময়ও শিক্ষকরা একাডেমিক বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছেন গেটে তালা থাকার কারণে, ক্লাস বা পরীক্ষা দিতে আসেননি কোনো শিক্ষার্থী।
প্রথম একাডেমিক ভবনের এর সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সাধারণ শিক্ষার্থীরা সকল প্রকার ক্লাস পরীক্ষা বর্জন করেছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা হবে না আমরা আন্দোলন চালিয়ে যাবো এবং কোনো প্রকার ক্লাস, পরীক্ষা, ল্যাবে অংশ গ্রহণ করবো না।
রিজেন্ট বোর্ডের সভা থাকার কারণে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কতৃপর্ক্ষের বক্তব্য নেয়া সম্ভব হয়নি এবং কোনো শিক্ষক এই আন্দোলন বিষয়ে কিছু বলতে রাজি হননি।
এর আগে গত বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে জমায়েত হয়ে প্রক্টরের পদত্যাগ দাবি করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিনের নিকট প্রক্টরের পদত্যাগসহ ৯ দফা দাবি সম্বলিত স্মারক লিপি জমা দেন এবং প্রক্টরের পদত্যাগের জন্য ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেন।
গত রোববার ৭২ ঘন্টা পার হলেও প্রক্টর পদত্যাগ না করায় সকাল থেকে শিক্ষার্থীরা আবারো আন্দোলন শুরু করেন। তারা প্রক্টর অফিসের সামনে অবস্থা নিয়ে সারা দিনভর বিভিন্ন স্লোগান দিতে থাকেন।