জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকার লাগামহীনভাবে বিদ্যুতের দাম বাড়াচ্ছে। দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে চলে গেছে। মানুষ দু-বেলা দু-মুঠো ভাত খেতে পারছে না। সবক্ষেত্রে তাদের দুর্নীতির কারণেই লাগামহীনভাবে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম।
শুক্রবার লালমনিরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ মন্তব্য করেন। ৩ দিনের সফরে লালমনিরহাটে এসেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জি এম কাদের বলেন, বর্তমান সরকার সব প্রতিষ্ঠানগুলোকে একেবারে কুক্ষিগত করে রেখেছে। কর্তৃত্ববাদী যাকে বলে। নির্বাচন ব্যবস্থার সঙ্গে যারা জড়িত, আইন-শৃঙ্খলা বাহিনী এরা সবাই সরকারের কর্মী হয়ে কাজ করছে। সেখানে তাদের যে নির্বাচন হবে সে নির্বাচনে তাদেরকে পরাজিত করা কঠিন ব্যাপার। এভাবে লেভেল প্লেয়িং ফিল্ড হতে পারে না।
তিনি আরও বলেন, সরকারকে উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে যাতে সত্যিকার অর্থে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়। এটা সরকারের দ্বায়িত্ব। কারণ আর কারো হাতে কোনো ক্ষমতা নেই এটা পরিবর্তন করার। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, যে প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং কর্মচারীরা দলীয় কর্মী হিসেবে কাজ করছে। সেখানে তারা যখন নির্বাচন ব্যবস্থাপনা করবে, নির্বাচন পরিচালনা করবে, তখন তারা সরকারি দলের হয়ে কাজ করবে-এটা আমরা বিশ্বাস করি। এটা অতীতেও দেখেছি, নিকট অতীতেও দেখেছি, আগেও দেখেছি।