প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য জাবিতে বিশেষ পাঠকক্ষ

জাবি প্রতিনিধি |

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠকক্ষ উদ্বোধন করা হয়েছে। পাঠকক্ষটিতে ব্রেইল পদ্ধতি বই এবং অডিও রেকর্ড পাওয়া যাবে।

শনিবার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের নিচতলায় দুইকক্ষের এই বিশেষ পাঠকক্ষ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম। ফিজিক্যালি চ্যালেঞ্জ ডিভলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) জাবি শাখা এ অনুষ্ঠানটির আয়োজন করে।

কেট ও ফিতা কেটে পাঠকক্ষের উদ্বোধনের পর কক্ষ দুইটি ঘুরে দেখেন উপাচার্য। এসময় তিনি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে প্রতিবন্ধীবান্ধব ক্যাম্পাস গঠনে তাদের আশ্বস্ত করেন।  

বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ঝর্ণা রাজ রুপা বলেন, আমরা অধিকার চাই করুণা নয়। এরকম একটি বিশেষ পাঠকক্ষ আমাদের বেশ উপকারে আসবে। এরকম একটি পাঠকক্ষ পেয়ে আমরা খুব খুশি।

স্বাভাবিক চলাচলে অক্ষম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক শিবলী বলেন, আমার ক্লাস থাকে দোতলায়। ভবনটিতে কোনো র্যাম্প না থাকায় আমার ইলেকট্রিক চেয়ার থাকা স্বত্বেও আমি সেটি ব্যবহার করতে পারি না। তার জন্য আমার নিয়মিত ক্লাস করা সম্ভব হয় না। এতো বড় একটা ক্যাম্পাস অথচ আমাদের যাতায়াতের জন্য সব জায়গা উপযোগী না।

পিডিএফ জাবি শাখার সভাপতি আব্দুল গাফ্ফার বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য শ্রুতিলেখক, বইয়ের অডিও রেকর্ড এবং ভর্তিপরীক্ষা দিতে আসা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের খাওয়া-থাকাসহ সব ধরনের ব্যবস্থা আমরা করে আসছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনও এতে সহায়তা করে আসছে। ক্যাম্পাসটাকে তাদের উপযোগী করতে এখনও বেশ কিছু কাজ করা দরকার। আশা করি প্রশাসন সেদিকে নজর দিবেন।

উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, জাবি প্রতিবন্ধীদের জন্য উপযোগী। তাদের চলাফেরায় কোনো প্রতিবন্ধকতা নেই। তারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে। নতুন যেসব হল হচ্ছে সেগুলোতে র্যাম্প বসানো হয়েছে। পুরাতন বিল্ডিংয়ে সে ব্যবস্থা নেই। সেগুলোতেও র্যাম্প বসানোর ব্যবস্থা করবো। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা তাদের সব রকম সাহায্য এবং সহযোগিতা করব।


পাঠকের মন্তব্য দেখুন
ঢাবি-জাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখ প্রকাশ - dainik shiksha ঢাবি-জাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখ প্রকাশ সরকারি চাকরিতে প্রবেশের বয়স নিয়ে যা বললেন সারজিস - dainik shiksha সরকারি চাকরিতে প্রবেশের বয়স নিয়ে যা বললেন সারজিস পিটিয়ে হত্যার আগে সেই ব্যক্তিকে ভাত খেতে দিয়েছিলেন ঢাবি শিক্ষার্থীরা - dainik shiksha পিটিয়ে হত্যার আগে সেই ব্যক্তিকে ভাত খেতে দিয়েছিলেন ঢাবি শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণির বিষয়-গ্রুপ পরিবর্তনের সময় বাড়লো - dainik shiksha দ্বাদশ শ্রেণির বিষয়-গ্রুপ পরিবর্তনের সময় বাড়লো ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা - dainik shiksha ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার প্রস্তাব - dainik shiksha সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0037691593170166