তিন দিনব্যাপী প্রথম ডিআরএমসি ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার ওডিসি’র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি, পিএসসি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক মো. জিয়াউল হক হাওলাদার।
তিনদিনব্যাপী এ ফেস্টে রোবো অবস্টাকল, ব্রেক দ্যা পট, অবস্টাকল রেইস, ওয়াল ম্যাগাজিন, স্কুইড গেম, রোবো বোট রেইস, টিক টাক টো, টাগ অব ওয়ার, সিলেব আড্ডা, বোটল ফ্লিপ, মেইজ রানার, ট্রেজার হান্টসহ ১৯টি ইভেন্টে দেশের শতাধিক খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তিন সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষরা, ক্লাবগুলোর প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী, ডিআরএমসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ট্যুর ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক খন্দকার আজিমুল হক পাপ্পু, আমন্ত্রিত অতিথিরা, অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকরা।
শিক্ষার্থীদের মধ্যে ভ্রমণের প্রতি আগ্রহ তৈরি করা, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে পরিচতি হওয়া, শারীরিক এবং মানসিক সক্ষমতা বৃদ্ধি করা, দলগত কাজের দক্ষতা উন্নয়ন এবং নতুন অভিজ্ঞতা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করা এ আয়োজনে উদ্দেশ্য। ২৬ অক্টোবর এই আয়োজনের সমাপনী অনুষ্ঠান হবে।