প্রথম দিনে পরীক্ষার্থী বহিষ্কার ৪৯, অনুপস্থিত ১৫ হাজার

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডে ১৫ হাজার ২০৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। আর বহিষ্কার করা হয়েছে ৪৯ জন পরীক্ষার্থীকে। 

রোববার পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, সাধারণ আটটি বোর্ডে বহিষ্কার হয়েছেন ২০ জন, মাদরসা ও কারিগরি বোর্ডে বহিষ্কার হয়েছেন ২৯ জন। এ ছাড়াও দুইজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। 

আর সারা দেশে অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ২০৩ জন পরীক্ষার্থী। এদের মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের ৯ হাজার ৯৭০ জন ও মাদরাসা শিক্ষা বের্ডের পরীক্ষার্থী রয়েছেন ২ হাজার ৯৮৮ জন ও কারিগরি বোর্ডে ২ হাজার ২৪৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। 

জানা যায়, রোববার সকালে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম ও দিনাজপুর- এ আট বোর্ডে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম-বিএমটি, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স (সিলেট বিভাগ) ও মাদরাসা শিক্ষা বোর্ডের (সিলেট বিভাগ) আলিম পরীক্ষা আগামী ১১ আগস্টের পর থেকে শুরু হবে।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। 

প্রথম দিনে আট বোর্ডে পরীক্ষা ছিলো ৯ লাখ ৩৩ হাজার ৬৮৯ জনের। এদের মধ্যে ১ হাজার ৪৭২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ লাখ ২৩ হাজার ৭১৯ জন। 

এ ছাড়া মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৮৮ হাজার ৮৬৩ জন। তাদের মধ্যে পরীক্ষা দিয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৬৩০ জন। 

জানা গেছে, আটটি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের ২ হাজার ৬০১ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৫০৮ জন, কুমিল্লা বোর্ডের ১ হাজার ১৫৬ জন, যশোর বোর্ডের ১ হাজার ৩২৮ জন, চট্টগ্রাম বোর্ডের ৯৭৫ জন, বরিশাল বোর্ডের ৭২৭ জন, দিনাজপুর বোর্ডের ১ হাজার ১৩ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৬৬২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।  

আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে বহিষ্কৃত হয়েছেন ২০ জন। এর মধ্যে রাজশাহী বোর্ডে ১ জন, বরিশাল বোর্ডে ২ জন ও যশোর বোর্ডে ১ জন, ময়মনসিংহ বোর্ডে ১১ জন, কুমিল্লা বোর্ডে ২ জন, চট্টগ্রাম বোর্ডে ৩ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। 

এ ছাড়া কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডে ২৯ জন শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

আগামী মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ডে এইচএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।


পাঠকের মন্তব্য দেখুন
ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো - dainik shiksha ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর - dainik shiksha জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দশ দিনে আবেদন প্রায় ৬ লাখ - dainik shiksha সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দশ দিনে আবেদন প্রায় ৬ লাখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা - dainik shiksha বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ধারণা বাড়াতেই পাঠ্যক্রমে তথ্য অধিকার আইন বিষয় যুক্ত: এনসিটিবি চেয়ারম্যান - dainik shiksha ধারণা বাড়াতেই পাঠ্যক্রমে তথ্য অধিকার আইন বিষয় যুক্ত: এনসিটিবি চেয়ারম্যান কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক শিক্ষক নিবন্ধন ভাইভা: ২১তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি - dainik shiksha শিক্ষক নিবন্ধন ভাইভা: ২১তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ - dainik shiksha সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ সুইডেনে স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ - dainik shiksha সুইডেনে স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন - dainik shiksha পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0059630870819092