সন্ধ্যা ৭টার দিকে সবার চোখ আকাশের দিকে। কৌতুহলী মানুষ নানা কথা বলছিলো একে অপরে সঙ্গে। ঝালকাঠির আকাশে দেখা যায় একফালি বাঁকা চাঁদের একটু নীচে আরবি হরফের ‘বা’ সাদৃশ্যের নক্ষত্র বা কোনো গ্রহ জ্বলছে। আর তা দেখেই সবার মনে কৌতুহল সুষ্টি হয়।
প্রবীণরা বলছেন, এ দৃশ্য শত বছর পর পর দেখা যায়। এটা শুভ লক্ষণ। চাঁদ-তারার এমন কাছাকাছি অবস্থান দেখাটা ভাগ্যের ব্যপার বলেও উল্লেখ করেন তারা।
আবার কেউ কেউ বলেন, আজকের চাঁদ আরবি ‘বা’ অক্ষর সাদৃশ্য।
ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক সুলতান আহম্মেদের কাছে বিষয়টির বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে চাইলে তিনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, চাঁদের নিজস্ব আলো নেই। নক্ষত্রের আলোতে আলোকিত হয় সে। আর চাঁদ স্থিরও নয়। তাই ঘুরতে ঘুরতে চাঁদ হয়তো কোনো গ্রহ বা নক্ষত্রের এমন অবস্থানে গিয়েছে, যেখান দিয়ে পৃথিবী থেকে চাঁদকে এমনটা দেখা যাচ্ছে।