প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিচার বিভাগ পৃথককরণে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিখ্যাত বিচারক মাসদার হোসেন মামলার বাদী সাবেক জেলা জজ মো. মাসদার হোসেন।
গত বুধবার দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে মাসদার হোসেন সাক্ষাৎ করেন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেন।
গণসংযোগ কর্মকর্তার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৯৯ খ্রিষ্টাব্দের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রদত্ত রায়ের মাধ্যমে দেশের বিচারিক আদালতের বিচারকদের সিভিল সার্ভিসের সদস্য হিসেবে গণ্য না করে একটি পৃথক সার্ভিস হিসেবে বিবেচনা করে এদেশে বিচার বিভাগ পৃথককরণের দ্বার উন্মোচিত হয়।
ওই মামলার অন্যতম আইনজীবী ছিলেন বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের পিতা প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ।
মাসদার হোসেন দেশের বিচারিক আদালতের বিচারকদের পক্ষে মাসদার হোসেন মামলা পরিচালনায় ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ এর অবদান সম্পর্কে স্মৃতিচারণা করেন। তিনি উল্লেখ করেন, সম্পূর্ণ স্বপ্রণোদিতভাবে ও বিনা পারিশ্রমিকে মামলাটি পরিচালনা করে বিচার বিভাগ পৃথককরণে ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ যে অনন্য ভূমিকা পালন করেছেন, সেই অবদানকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এর সদস্যরা আজও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
উল্লেখ্য, মাসদার হোসেন মামলার রায় ১৯৯৯ খ্রিষ্টাব্দের ২ ডিসেম্বর ঘোষিত হলেও পরবর্তী রাজনৈতিক সরকারগুলো ওই রায় বাস্তবায়ন করেনি।