রাঙামাটি শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
রোববার সকালে শহরের জিমনেসিয়ান মাঠ প্রাঙ্গণ হতে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল রাঙামাটি চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বলেন, রণতোষ মল্লিক প্রধান শিক্ষক হবার পর থেকে নামে বেনামে শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় করে। শিক্ষার্থীদের মারধর, বাধ্যতামূলক কোচিং ফি আদায় করে, ভুয়া বিল ভাউচার তৈরি করে বিদ্যালয়ের ফান্ড থেকে টাকা আত্মাসাৎ করাসহ বিভিন্ন অনৈতিক কাজ করেছেন।
বক্তারা আরো বলেন, রনতোষ মল্লিক ভূয়া বিল বানিয়ে বিদ্যালয় ফান্ডের টাকা তুলে নিয়ে রাঙামাটি শহরে চম্পক নগরে দীপংকর তালুকাদের বাড়ি সামনে প্রায় কোটি টাকার জায়গা ক্রয় করেছেন। এছাড়া শিক্ষার্থীদের এ কর্মসূচিতে যেন বাঙালি শিক্ষার্থীরা অংশ নিতে না পারে সেজন্য তাদেরকে স্কুলে তালা মেরে রেখেছে। রণতোষ মল্লিক বুঝাতে চাচ্ছে এ আন্দোলন শুধু পাহাড়ি শিক্ষার্থীরা করছে।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান।
এ সময় তিনি বলেন, তার বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্ন তকমা দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত অপচেষ্টা করেন।
এ থেকে তিনিও রক্ষা পাননি দাবি করে নিরূপা দেওয়ান বলেন, ‘আমাকে জেএসএসের পেইড এজেন্টের তকমা দিয়ে অনলাইন পত্রিকায় নিউজ করিয়েছে রণতোষ মল্লিক।’
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন রণতোষের ষড়যন্ত্রের শিকার হয়ে চাকুরী হারানো দফতরি মো মনির হোসেন. বিদ্যালয়ের শিক্ষার্থী মহিম চাকমা, সাবেক শিক্ষার্থী পহেলা চাকমা, সোহাগ খীসা, তুহিন চাকমা, নিদিনী চাকমা বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।