মানিকগঞ্জের সাটুরিয়ার দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) শিক্ষার্থীরা ক্লাসে তালা দিয়ে এক দফার আন্দোলন করে।
শিক্ষার্থীরা বলছে, দুর্নীতিবাজ প্রধান শিক্ষককে অপসারণ করা না হলে তারা ক্লাসে ফিরবে না। তাকে অপসারণ করেই ক্লাসে ফিরবে। এমন হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা একদফা দাবি করে শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপপ্রশাসনিক কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে।
এদিকে প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান বলেন, একটি স্বার্থান্বেষী মহল কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাদের রাস্তায় নামিয়েছে। অপরদিকে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমানের পদত্যাগের একদফা দাবিতে স্কুলের শ্রেণি কক্ষ ও প্রধান শিক্ষকের কক্ষে তালা দিয়েছে শিক্ষার্থীরা।
নবম শ্রেণির শিক্ষার্থী রেখা আক্তার অভিযোগ করে বলেন, ওই প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতির কারণে আমরা মেধাশূন্য শিক্ষক পেয়েছি। ভালোমানের শিক্ষক নিয়োগ না দিয়ে টাকা নিয়ে অদক্ষ শিক্ষক নিয়োগ দিয়ে বাণিজ্য করেছে। ফর্ম ফিলাপ, রেজিস্ট্রেশন ফি, এবং কোচিং ফিসহ বিভিন্ন খাতে অতিরিক্তি টাকা আদায় করছে। বিদ্যালয়ের লেখাপড়ার মান একেবারেই অসন্তোষজনক পর্যায়ে নিয়েছে। স্কুলের দোকান বরাদ্দের নামে ব্যাপক অনিয়ম দুর্নীতি করেছে। এছাড়া প্রধান শিক্ষক নিজেই মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হয়েছেন। প্রধান শিক্ষকের পছন্দের দোকান থেকে পাঠ্য বই কিনতে বাধ্য করেন। না কিনলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেন। আমরা বাধ্য হয়ে প্রধান শিক্ষকের পছন্দের দোকান থেকে বই কিনি।
সাটুরিয়া উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপপ্রশাসনিক কর্মকর্তা মো. আবু রাহাত বলেন, ইউএনও রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আমাকে ওই স্কুলে পাঠান। আমি শিক্ষার্থীদের সাথে কথা বলে ইউএনও’র বার্তা শিক্ষার্থীদের জানিয়েছি। পরে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ঘটনা নিয়ে একটি লিখিত অভিয়োগ করেছেন। পরে তারা এক দফা থেকে সরে আসেন।