কুমিল্লার মডার্ন হাইস্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন বিদ্যালয়টির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
বুধবার (১৪ আগস্ট) সকালে নগরের রানীরবাজার এলাকায় অবস্থিত বিদ্যালয়টির শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
মডার্ন হাইস্কুলে গিয়ে দেখা যায়, সহস্রাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী জড়ো হয়েছেন। কয়েকটি ভাগে বিভক্ত হয়ে বিক্ষোভ করছেন তাঁরা। এ সময় স্কুলটির ক্লাস বন্ধ করে বর্তমান শিক্ষার্থীদেরও বিক্ষোভে অংশ নিতে দেখা যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাবরিনা মনির বলেন, ‘ছাত্র আন্দোলনের সময় প্রধান শিক্ষক আক্তার হোসেন, সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন মজুমদার মিলে অনেক ষড়যন্ত্র করেছেন। তাঁরা দুজনে মিলে স্কুলের সহকারী শিক্ষক যাঁরা আন্দোলনে সমর্থন দিয়েছেন, সেসব শিক্ষক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের নানাভাবে হুমকি–ধমকি দিতেন। এ ছাড়া প্রধান শিক্ষক আক্তার হোসেন অনেক শিক্ষককে চাকরিচ্যুত করার হুমকিও দিয়েছিলেন। তাই আমরা এই দুই শিক্ষকের পদত্যাগ দাবি করছি।’
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি সাইমাত আদিবা জানান, মডার্ন হাইস্কুলকে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করতেন এই দুই শিক্ষক। এসব কারণে শিক্ষার্থীরা তাঁদের পদত্যাগের এক দফা দাবিতে সোচ্চার হয়েছে।
আজ বেলা ২টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি সামিরা রাইসা ও শাহনেওয়াজ রিহান জানান, তাঁরা এক ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন। এই সময়ে দুই শিক্ষক পদত্যাগ না করলে শিক্ষার্থীরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।