পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রধান শিক্ষক মাইনুল ইসলামের বদলি ঠেকাতে গণ স্বাক্ষর নেন অভিভাবকরা। সেই গণস্বাক্ষর নেওয়া কাগজ অভিভাবকদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের সহকারী এক শিক্ষকের বিরুদ্ধে। এতে অভিভাবক মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
শুক্রবার (২১ জুন) এ ঘটনায় অভিভাবকরা গণস্বাক্ষর করে ওই সহকারী শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন।
অভিভাবকের মধ্যে রুমানা বেগম, পাপরী আক্তার, নিবেদীতা রানী, ফেরদৌসী জাহান, মনিরা বেগম, শিরিন আক্তার মাজেদা বেগম সহ অর্ধ শতাধিক নারী জানান, ৫৬ নং মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলামকে সম্প্রতি কর্তৃপক্ষ বদলি করেছেন। তার শিক্ষানীতি ভালো হওয়ায় আমরা তাকে পুনরায় এই স্কুলে ফিরিয়ে আনার জন্য গণস্বাক্ষর তুলছিলাম। যা কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হবে। বিষয়টি সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম টের পেয়ে গত ১২ জুন (রোববার) সকালে বিদ্যালয চত্বরে আমাদের সাথে দুর্ব্যবহার করেন। এক পর্যায় রুমানা বেগমের হাতে থাকা গণ স্বাক্ষরিত কাগজগুলো ছিনিয়ে নেয়।
অভিযুক্ত সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেন নি। তবে তিনি সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম লিখিত অভিযোগের সত্যতা নিশ্চত করে বলেন, তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।