প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ছিলো গতকাল ২৮ সেপ্টেম্বর। প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উদযাপনে সব স্কুল-কলেজে সুবিধাজনক সময়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের তিনটি আলাদা গ্রুপে ভাগ করে এ প্রতিযোগিতার আয়োজন করতে হবে। সুবিধাজনক সময়ে এ প্রতিযোগিতা আয়োজনের পর এ সংক্রান্ত তথ্য ইমেইলে আগামী ২৭ অক্টোবরের মধ্যে অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে সরকারি বেসরকারি স্কুল ও কলেজের প্রধানদের। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে নোটিশ জারি করা হয়েছে।
অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনে তাঁর অর্জন নিয়ে সুবিধাজনক সময়ে স্কুল কলেজগুলোকে চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করতে হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ক বিভাগে এ প্রতিযোগিতায় অংশ নেবেন। তাদের চিত্রাঙ্কনের বিষয় হবে ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা’।
আর নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা খ বিভাগে এ প্রতিযোগিতায় অংশ নেবেন। তাদের চিত্রাঙ্কনের বিষয় হবে ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন’। অপরদিকে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা গ বিভাগে এ প্রতিযোগিতায় অংশ নেবেন। এ বিভাগে চিত্রাঙ্কনের বিষয় হবে ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ’।
সুবিধাজনক সময়ে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে এ বিষয়ে তথ্য আগামী ২৭ অক্টোবরের মধ্যে ইমেইলে ([email protected]) ঠিকানায় পাঠাতে হবে স্কুল ও কলেজগুলোকে।
অধিদপ্তর বলছে, আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেবেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।