প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-২) গাজী হাফিজুর রহমান এবং উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
তাদের নিয়োগ বাতিল করে বুধবার (২৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
দুজনেরই চুক্তি বাতিলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগ ১ জুন থেকে বাতিল করা হলো।
আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের আগে ‘অপকর্মের’ খবর পেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তার চাকরিচ্যুত করা হয়েছে।
যাদেরকে বেনজীর আহমেদের মতো সুশীল মনে করি ভালো মনে করি তাদের ব্যাপারে সরকার নিজ উদ্যোগে কোন খোঁজ খবর নেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির চুক্তি বাতিল হয়েছে। সে বিষয়ে আপনারা সাংবাদিকরা কি রিপোর্ট করেছেন? সেটা এখন পাচ্ছেন।’
তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ আছে কি না আমি জানিনা। নিশ্চয় তাদের কর্তব্যে কোন প্রকার বিচ্যুতি ঘটেছে। সেটা কি রকম আমি তো জানিনা।’