দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: ঈদুল ফিতর উপলক্ষে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফলমূল ও মিষ্টান্ন দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস সরওয়ার সরকার জীবন ও উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার ফলমূল ও মিষ্টি হস্তান্তর করেন।
পরে বীর মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে অবস্থানরত প্রায় ৮৫ জন যুদ্ধাহত ও শহীদদের পরিবারে বিভিন্ন প্রকারের ফল ও মিষ্টি বিতরণ করা হয়।
এদিকে বেলা পৌনে ১১টা থেকে ছোটবোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় তিনি বলেন, ‘মানুষের মৌলিক অধিকার পূরণ করে দারিদ্র্য আগামীতে আরও কমানো হবে। আমার নির্দেশ মতো ইফতার মাহফিল না করে দলের নেতারা সবার মাঝে ইফতার বিতরণ করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’
দেশে-বিদেশে সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘মানুষের মৌলিক অধিকার পূরণ করে, দারিদ্র্য আগামীতে আরও কমানো হবে৷ আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে৷ আওয়ামী লীগ খেতে নয়, জনগণকে দিতে আসে।’
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ খেতে আসে না, দিতে আসে, মানুষকে দেয়। এটাই হলো আমাদের সবচেয়ে বড় কথা। দলের অগণিত নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গ সংগঠন যারা মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আবারও দেশের সাধারণ মানুষকে বলতে চাই, আওয়ামী লীগ মানুষের পাশে থাকে। যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই।’