প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের থেকে ২০২৩-২৪ অর্থবছরে পিএইচডি কোর্স করতে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেলোশিপ দেয়া হবে। ইতোমধ্যে এ বৃত্তি পেতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ২৩ মে রাত বারোটার মধ্যে এ ফেলোশিপ পেতে আবেদন করতে পারবেন শিক্ষার্থী।
পিএইচডি কোর্সে ফেলোশিপ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এতে ফেলোশিপ আবেদনের বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরা হয়েছে। সম্প্রতি এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।
জানা গেছে, পিএইচডি ফেলোশিপ ও বৃত্তি প্রদান নির্দেশিকা ২০২২ এর শর্ত, যোগ্যাতা ও অন্যান্য বিষয় অনুসরণ করে শিক্ষার্থীদের অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের (www.eservice.pmeat.gov.bd/mnp) মাধ্যমে আবেদন করতে হবে। গত ২৪ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। চলবে আগামী ২৩ মে রাত বারোটা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর আবেদন করার সুযোগ থাকবে না।
ট্রাস্ট জানিয়েছে, পিএইচডি ফেলোশিপ পাওয়ার আবেদন করতে সমগ্র শিক্ষাজীবনে ন্যূনতম দুইটি প্রথম বিভাগ (জিপিএ-৫ স্কেলে ৩ দশমিক ৫ এবং জিপিএ-৪ স্কেলে ৩) থাকতে হবে। বৃত্তির জন্য আবেদনের সর্বশেষ তারিখ বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে। অনলাইনে আবেদনের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি ও পিএইচডি রেজিস্ট্রেশনের কপি সংযোজন বা আপলোড করতে হবে।
আবেদনকারীর নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান-বিভাগীয় প্রধানের প্রত্যয়ন এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের কর্তৃপক্ষের অনুমোদনের কপি সংযোজন বা আপলোড করতে হবে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে পিএইচডি ফেলোশিপ ও বৃত্তি প্রদান নির্দেশিকা-২০২২ পাওয়া যাবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।