দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: ঢাকা বিজনেস অ্যান্ড প্রফেশনাল উইমেন ক্লাবের উদ্যোগে ঈদুল ফিতর, বাংলা নববর্ষ ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের পুনর্মিলনী উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকালে রাজধানীর বেইলী রোডের ক্লাব ভবনে এ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানের শুরুতে সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দেশের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ডাকসুর সাবেক ভিপি ও শিক্ষাবিদ অধ্যাপক মাহফুজা খানম।
পরে সমবেতভাবে পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠানে ‘এসো হে বৈশাখ এসো এসো’ গান পরিবেশন করেন রিটা মুসা, রেজিয়া সেলিম কাজল। এছাড়া তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে অনুষ্ঠানে ‘আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দেরে তুই’ গানের মাধ্যমে বৃষ্টি কামনা করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান নাজনীন মাহবুব। এছাড়াও উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট সাহানারা স্বপ্না, সাধারণ সদস্য ইলা ভৌমিক প্রমুখ। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের সহ-সভানেত্রী শারমিন হোসেন।