প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মাস্টার্স প্রফেশনাল কোর্সের সংখ্যা। কিন্তু বরাবরের মতো এখানও এ কোর্সের টাকা থেকে বঞ্চিত বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীরা। প্রহরীদের অভিযোগ, সব খাতে প্রফেশনাল কোর্সের টাকা বণ্টন হলেও ছুটির দিনে অতিরিক্ত চাপ সামলে তার এর থেকে এক পয়সাও পান না।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রফেশনাল কোর্স থেকে আয় হওয়া টাকার ৩০ ভাগ টাকা বিশ্ববিদ্যালয়ের ফান্ডে জমা দিতে হয়। বাকি ৭০ ভাগ টাকা এর সঙ্গে জড়িত সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বণ্টন হয়। তবে ছুটির দিনে অতিরিক্ত শিক্ষার্থীদের চাপ সামলেও এর থেকে কোন টাকা নিরাপত্তা প্রহরীদের দেয়া হয় না।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নিরাপত্তা প্রহরীর সঙ্গে কথা হলে তারা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমরা রোস্টার ভিত্তিতে সপ্তাহে সাতদিন, ২৪ ঘন্টা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত থাকি। সাধারণত শুক্র ও শনিবার শিক্ষার্থীদের চাপ কম থাকতো বলে আমরা একটু স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে পারতাম। কিন্তু সাম্প্রতিক সময়ে এ দিনগুলোতে প্রফেশনাল কোর্সের ক্লাস থাকায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসেন। ফলে আমাদের ছুটির দিনে আরও অতিরিক্ত চাপ সামলাতে হয়। কিন্তু আমরা তার বিনিময়ে প্রফেশনাল কোর্স থেকে কোন ভর্তুকি বা ভাতা পাই না।
তারা আরও বলেন, অনেক কর্মকর্তা-কর্মচারী আছেন যারা এদিন বিশ্ববিদ্যালয়ে না আসলেও তাদের ভাগের টাকা পেয়ে যান। আমরাই কেন সার্বক্ষণিক দায়িত্ব পালন করে বঞ্চিত থাকি।
এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমাদের নিরাপত্তা কর্মীদের যে নীতিমালাটা রয়েছে সেটা একটু পুরাতন। তবুও আগের থেকে তারা ভাতা বা ভর্তুকি বেশি পায়। আগে তাদের পোশাক ছিলোৈ না, আমরা পোশাকের ব্যাবস্থা করেছি। যেহেতু তারা এখান থেকে ভাতা দাবি করছেন, আমরা বিষয়টি আলোচনা করে দেখবো।