ষাণ্মাসিক মূল্যায়নের প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই জন প্রধান শিক্ষকের বেতন- ভাতা স্থগিত করা হয়েছে। বরখাস্তের প্রক্রিয়াও শুরু হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ দুই শিক্ষক হলেন, পটুয়াখালী সদরের ডোনাভান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেসা ও ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ মাধ্যমিক বিদ্যালের প্রধান শিক্ষক জামাল উদ্দিন।
এর আগে ভোলার ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ষাণ্মাসিকের প্রথম প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে বলে সরকারি সূত্র দৈনিক আমাদের বার্তাতে নিশ্চিত করেছে।
সূত্র জানায়, প্রধান শিক্ষক জামাল উদ্দিনের ওখান থেকেই প্রথমে ইউটিউবে আপলোড করা হয়। সরকারি সূত্র দৈনিক আমাদের বার্তাকে এসব তথ্য নিশ্চিত করেছে।
গত ৩ জুলাই বুধবার নতুন শিক্ষাক্রমের আওতায় মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে গত বুধবার থেকে শুরু হওয়া ষাণ্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং উত্তর পরীক্ষার আগের রাতে ফাঁস হওয়ার অভিযোগ ওঠে।
এ মূল্যায়নের প্রশ্নপত্র গত মঙ্গলবারই সবার হাতে হাতে, ইউটিউবেও দেখা গেছে।
ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির পরীক্ষা শুরুর আগের দিন গত মঙ্গলবার দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানের কাছে প্রশ্ন পাঠায় এনসিটিবি। নিয়ম অনুযায়ী সেই প্রশ্নের ফটোকপি করে বুধবার পরীক্ষা নেয়া হয়েছে। এতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অধীনে সারা দেশের এক কোটির মতো শিক্ষার্থী অংশ নেয়।