পটুয়াখালীর বাউফলে একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দখল করে নিয়েছে একই ক্যাম্পাসের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার ধুলিয়া ইউনিয়নের ধুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সরেজমিনে জানা গেছে, ধুলিয়া গ্রামে একই ক্যাম্পাসে ধুলিয়া প্রাথমিক বিদ্যালয় এবং ধুলিয়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় অবস্থিত। ২০২০-২১ অর্থবছরে আইএমএফের অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন নির্মিত হয়। চলতি বছরের ২৭ মার্চ প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তর করা হয়। গত ২ মে ভবনটিতে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরু হয়। গতকাল সকাল ৯টার দিকে প্রাথমিকের শিক্ষক ও শিক্ষার্থীদের বের করে দিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবনটি দখল করে নেয়। পরে বিদ্যালয়ের নিচতলায় প্রাথমিকের শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমা আক্তার অভিযোগ করেন, ‘আমার স্টুডেন্টদের নিয়ে সকাল ৯টায় অ্যাসেম্বলিতে থাকা অবস্থায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা ভবনে ঢুকে পড়ে। তারা শিক্ষার্থীদের ব্যাগ-বই ছুড়ে ফেলে দিতে থাকে। তাদের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের শিক্ষকরা এসে যোগ দেন। পরে তারা তালা এনে ভবনে লাগিয়ে দেন।’
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম বলেন, ‘ভবনটি তৈরি করার আগে আমাদের ব্যবহার করতে দেওয়ার কথা ছিল। ভবনটি আমাদের জায়গায় নির্মিত হয়েছে। আমরা আমাদের পুরনো ভবন ভেঙে জায়গা দিয়েছি। এখন তারা ভবনটি আমাদের দিতে রাজি হচ্ছে না। তাই বিদ্যালয়ের শিক্ষার্থীরা গিয়ে ওই ভবনে উঠেছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ‘ভবনটি আমাদের প্রাথমিকের। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইতিমধ্যে জানিয়েছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’