প্রাথমিক বিদ্যালয়ের মতো দেশের ইবতেদায়ি মাদরাসাগুলো সরকারিকরণের দাবি জানিয়েছেন শিক্ষকরা। এ দাবিসহ মোট সাত দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছেন তারা।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে বাংলাদেশ সতন্ত্র ইবতেদায়ি মাদরাসা ঐক্যজোট জেলা শাখার ব্যানারে এ কর্মসূচিরে আয়োজন করা হয়।
মানববন্ধনে সংগঠনটির জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে সংগঠনের জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, কেন্দ্রীয় নেত্রী নাসরিন বেগম, জেলা শাখার সাধারণ সম্পাদক জামির হোসেন, সিনিয়র সহ-সভাপতি তাইফুর রহমান, শিক্ষক নেতা কামরুজ্জামান লিটন, সুমাইয়া বেগম, ইমদাদুল হক, সাহিদা খাতুন, ওয়াক্কাস আলীসহ অনেকে বক্তব্য দেন।
শিক্ষকরা মোট ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো সরকারিকরণ করতে হবে। প্রাইমারি শিক্ষার্থীদের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষার্থীদের উপবৃত্তিসহ সব সুযোগ-সুবিধা দিতে হবে। মাদরাসা শিক্ষাবোর্ডের রেজিস্ট্রেশন পাওয়া কোডবিহীন মাদরাসাগুলো দ্রুত কোড নম্বরের অন্তর্ভুক্ত করতে হবে। প্রাইমারির শিক্ষকদের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের পিটিআই প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। মাদরাসার স্থায়ী রেজিস্ট্রেশন ও চতুর্থ শ্রেণির পদ সৃষ্টি করতে হবে। সেইসঙ্গে মাদরাসাগুলোর ভৌত অবকাঠামো নিশ্চিত করার দাবি করা হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পরবর্তী কর্মসূচি পালনের আগেই তাদের দাবিগুলো বাস্তবায়ন করবেন বলেও আশা প্রকাশ করেন শিক্ষক নেতারা।
এ ৭ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হস্তক্ষেপ কামনা করেন শিক্ষকরা।